শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে কোটা সংস্কারকারিদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া,গুলি বর্ষণ, পুলিশসহ আহত-৪০, আটক-২ সারা দেশে নিহতের সংখ্যা ১৩ স্বাচিপ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ মামুন, সম্পাদক ডাঃ কাওসার শিবির কর্মী-ছাত্রদল এবং বহিরাগতরা ঢাবির হলে তাণ্ডব চালিয়েছে-মোজাম্মেল হক সারা বাংলা র ৮৮ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীপালন সারা বাংলা’র ৮৮ মাদারীপুর জেলা প্যানেলের উদ্যোগে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীপালন ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত-২০ রংপুরে পুলিশের গুলিতে কোটা আন্দোলনকারী আবু সাঈদ নিহত চীন-রাশিয়া সামরিক মহড়া ছাত্র নিহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি অসত্য: পররাষ্ট্র মন্ত্রণালয়
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সুশ্রী আধুনিক মহা-প্রিয়তম এনামুল হক টগর

এনামুল হক টগর
Update : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ৯:০৫ অপরাহ্ন

সুশ্রী আধুনিক মহা-প্রিয়তম
এনামুল হক টগর
০৩/০৮/২০২১
সুশ্রী প্রিয়তম বন্ধু,তুমি কি আধুনিক নব নব সংস্কার আহ্বানে কল্যাণ ধ্বনি?
তুমি কি দিওয়ানা ভালোবাসার আঁধারে চন্দ্রময় জ্যোৎস্নার চৈতন্যে নিপুণ?
তুমি কি আনন্দের গভীরেই দুঃখ ও বেদনা নিয়ে বসবাস করো চিরন্তন?
পাপের গভীরেই কি তোমার দয়া ও নবীর রহমতের শান্তি শান?
পাপের আন্ধকার প্রাচীর ভাঙলেই কি প্রশান্তির ঠিকানা জীবনের মান?
মৃত্যু আছে বলেই কি প্রেম ভালোবাসা ও জীবন এতো সুন্দর নির্ণয়?
জগত সংসারেতো শুধুই লোভ লালসা ও বাসনার মোহতে মায়াময়!
আমিত্ব ও অহংকারই কি প্রাণকে চালিত করে পাপের পথে শেষ পরিচয়?
হে মহাপ্রভু তোমাকে কেন ভূলে যাই বার বার এই মন যে শুধু শুধু উদাস?
কেন যে দেহের কুপ্রবৃত্তি যৌবনকে প্রবল তাড়না দেয় নির্দয় ভোগ সন্ত্রাস!
আমিতো গবেষণা ও সাধনায় হতে চাই তোমার সন্তোষ্টচিত্তের দাস,
অনাদি অনন্ত দয়ার গভীরেই তোমার ভালোবাসাতে আমার প্রজ্ঞা জ্ঞান বিশেষ!
আমাকে ক্ষমা করো হে মহান রব,হে মহান আল্লাহ দয়াময়!
দান করো বিজ্ঞতার হেকমত স্বচ্ছ নূর হেদায়েত কল্যাণ জ্যোতির্ময় ।
আমার নির্ঝর আত্মা যেন সব সময় থাকে তোমার ধ্যান সালাতে সমর্পিত!
ঐশ্বরিক চৈতন্যের গুণাগুণে তুমিই অক্ষয়, তুমিই অনন্ত!
তোমার প্রকাশ ও গুপ্তজ্ঞানের উচ্চস্তরেই বাকার স্থিতি সপ্তকাশ!
তোমার অমৃত প্রেম সুধা মহাশূন্যে ও মহাকাশের উর্দ্ধেই মহাশান্তির আরশ!
যেখানে মহা-প্রেমের অখণ্ড প্রদীপ জ্বলে একক সিরাজুম মুনিরা অশেষ।
এ যেন মধুময় ভালোবাসার অপরূপ বসন্ত ফাগুন নিখিল জগত বিশ্বত্মায় একাকার।
এ যেন প্রেম ও ভালোবাসার জীবন্ত প্রদীপ মহাস্বর্গের চিরজীবি প্রশান্তিতে অমর!
মহাকালের উর্ধ্বেই মহাজ্ঞানের বিদগ্ধ প্রেম পেয়ালাকে পূর্ণ করে দ্বীনের আলো সজিব!
তোমার প্রজ্বলিত অনুপম অভিসারের পুষ্প কাননে আমাকে করো সম্মান গৌরব!
মহাজীবনকে মহাবন্ধনের ভালোবাসায় আবদ্ধ করো দীপ্ত জীবন সংসার।
নতুন মাটির কুঠিরে পুরাতন নূরের পাখি তুমি জেগে থাকে আজব এ-দেহে আমার!
ধ্যান ও সাধনার মহামিলনে কখনো একক হয়ে ওঠো ফানায় আকার তৃতীয় স্তর!
এটা যেন একটা বাকা ধনুকের মতো মূল অবস্থার দিকে প্রত্যাবর্তন আদিতে দিদার!
ঠিক শান্তির স্থায়ী আসন নৈকট্যে গভীরেই মুমিন চিরজীবি অমর!
তাঁকে যত্ন ও আদর দিয়ে জাগ্রত করে রাখো প্রদীপ্ত মহাপুণ্যে!
তৃতীয় নয়নের দর্শনই ওয়াহেদ আহাদ মহা-চিরন্তন প্রেমে অনন্য!
তিনি যেন ভালোবাসার পরশে প্রজ্বলিত নূরের শিখায় প্রেমময় বন্ধন পরিচয়!
হৃদয় বসন্ত কুঞ্জবনে তোমারই অপরূপ চন্দ্রসম আলো জ্বালে ঐশী উদয়!
মহাশূন্যের অবরোহ ও সুশান্ত প্রেমে মিশে আমি নির্বাক নিষ্প্রভ হিয়ায়,
আমি আমিত্বহীন আমি আমিহীন শুধু তোমার নূরেতে মিশে অক্ষয়!
তোমার চৈতন্যের প্রেমে আমি অনাদিকাল দাস ধ্যান তপস্যায় প্রেমময়।
মহামিলনের ফানায় আমাকে আমরত্ব করো তোমার চির-বসন্তে উদয়।
দরবেশ ও তাপসের সাথেই তোমার প্রত্যক্ষ দর্শন মহাকাল চেতনায়!
অখণ্ড আহাদ তুমি কখনো মহাজ্ঞানরাজ্যে মহাসংস্কার পরিচয়!
কখনো সুশ্রী মহা-প্রিয়তম তুমি আধুনিক নব নব মহাজগতের উর্দ্ধে জ্যোতির্ময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host