শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে কোটা সংস্কারকারিদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া,গুলি বর্ষণ, পুলিশসহ আহত-৪০, আটক-২ সারা দেশে নিহতের সংখ্যা ১৩ স্বাচিপ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ মামুন, সম্পাদক ডাঃ কাওসার শিবির কর্মী-ছাত্রদল এবং বহিরাগতরা ঢাবির হলে তাণ্ডব চালিয়েছে-মোজাম্মেল হক সারা বাংলা র ৮৮ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীপালন সারা বাংলা’র ৮৮ মাদারীপুর জেলা প্যানেলের উদ্যোগে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীপালন ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত-২০ রংপুরে পুলিশের গুলিতে কোটা আন্দোলনকারী আবু সাঈদ নিহত চীন-রাশিয়া সামরিক মহড়া ছাত্র নিহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি অসত্য: পররাষ্ট্র মন্ত্রণালয়
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে দুই নারীসহ মৃত্যু ৯

গাজী জাহিদুর রহমান
Update : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ৫:৪৩ অপরাহ্ন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে সাত দুইসহ ৯ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ১২ জুলাই পর্যন্ত করোনার ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৩২ জন। পাশাপাশি করোনায় মারা গেছেন ৭৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার সরসকাটি গ্রামের মৃত ছিফাত আলীর ছেলে আব্দুস সাত্তার (৬৫), তালা উপজেলার মাগুরা গ্রামের মৃত শহর আলীর সরদারের ছেলে মোজাম আলী সরদার (৬৬), কালিগঞ্জের তারালী গ্রামের মৃত ইসমতুল্যার মোড়লের ছেলে জবেদ আলী মোড়ল(৭৫), আশাশুনি উপজেলার খড়িআটি গ্রামের মৃত গহর আলীর ছেলে জনাব আলী সরদার (৮০), যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের মৃত আফসার আলী মোড়লের স্ত্রী সুফিয়া বেগম (৫৬) ও সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার মৃত রবিউল ইসলামের স্ত্রী আসুরা খাতুন(৪৮)।
একইসাথে করোনা উপসর্গে সাতক্ষীরা শহরের বেসরকারি হসাপাতালে আরো দু’জনের মৃত্যু হেেয়ছ। এছাড়া আক্রান্ত হয়ে কালিগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোশারফ হোসেন (৭৫) মারা গেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত. ২ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন এসব ব্যক্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এদিকে সাতক্ষীরায় কমেছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৩৯টি নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২০ দশমিক ৭৩ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২০ দশমিক ৭ শতাংশ।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা চার হাজার ৫৭৭ জন। জেলায় সুস্থ হয়েছেন তিন হাজার ২৮০ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ২১৯ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৪ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ১৬ জন ও বেসরকারি হাসপাতালে ১৬ জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার১৮৫ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৭৭ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ২৬১ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি ১১৬ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪১১জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৯ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৭৮ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৩২জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host