শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে কোটা সংস্কারকারিদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া,গুলি বর্ষণ, পুলিশসহ আহত-৪০, আটক-২ সারা দেশে নিহতের সংখ্যা ১৩ স্বাচিপ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ মামুন, সম্পাদক ডাঃ কাওসার শিবির কর্মী-ছাত্রদল এবং বহিরাগতরা ঢাবির হলে তাণ্ডব চালিয়েছে-মোজাম্মেল হক সারা বাংলা র ৮৮ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীপালন সারা বাংলা’র ৮৮ মাদারীপুর জেলা প্যানেলের উদ্যোগে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীপালন ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত-২০ রংপুরে পুলিশের গুলিতে কোটা আন্দোলনকারী আবু সাঈদ নিহত চীন-রাশিয়া সামরিক মহড়া ছাত্র নিহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি অসত্য: পররাষ্ট্র মন্ত্রণালয়
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শেখ হাসিনার প্রতিশ্রুতিকে স্বাগত জানাই: ব্রিটিশ প্রতিমন্ত্রী

Reporter Name
Update : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৬:০০ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান বিষয়টিকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন।রোববার (১২ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ-যুক্তরাজ্যের অংশীদারিত্ব বিষয়ক সেমিনারে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া আশ্বাসের বিষয়ে কথা বলেন তিনি।

ব্রিটিশ এ প্রতিমন্ত্রী বলেন, ‌‌‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতিকে আমরা স্বাগত জানাই। বিদেশি পর্যবেক্ষক রাখার সিদ্ধান্ত জাতীয় নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে সহায়ক হবে।’
এ সময় নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ব্রিটিশ প্রতিমন্ত্রী।

এরআগে, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন অ্যান-মেরি ট্রেভেলিয়ান।

এ বিষয়ে টুইটবার্তায় ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। রোহিঙ্গা সংকটের সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছি। এছাড়া ব্যবসা-বাণিজ্য, মানবাধিকার, গণতন্ত্র, পরিবেশ ও জলবায়ু বিষয়ক চ্যালেঞ্জ মোকাবিলায় কীভাবে কাজ করা যায় সে বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।’

এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠক বিষয়ে টুইটবার্তায় ট্রেভেলিয়ান বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা সংকট, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমাদের সমর্থনের বিষয়েও জানিয়েছি।’

গত শুক্রবার (১০ মার্চ) প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন অ্যান-মেরি ট্রেভেলিয়ান। শনিবার (১১ মার্চ) তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত সহকারী শাওমা মহাপত্র, ঢাকায় ব্রিটিশ দূতাবাসের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও ঢাকায় মিয়ানমার দূতাবাসের পরিচালক মো. বারিকুল ইসলাম।

ক্যাম্পে নিপীড়নের শিকার রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন ট্রেভেলিয়ান। এছাড়া ক্যাম্পে চলমান বিভিন্ন সংস্থার কার্যক্রমেরও খোঁজখবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host