শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে কোটা সংস্কারকারিদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া,গুলি বর্ষণ, পুলিশসহ আহত-৪০, আটক-২ সারা দেশে নিহতের সংখ্যা ১৩ স্বাচিপ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ মামুন, সম্পাদক ডাঃ কাওসার শিবির কর্মী-ছাত্রদল এবং বহিরাগতরা ঢাবির হলে তাণ্ডব চালিয়েছে-মোজাম্মেল হক সারা বাংলা র ৮৮ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীপালন সারা বাংলা’র ৮৮ মাদারীপুর জেলা প্যানেলের উদ্যোগে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীপালন ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত-২০ রংপুরে পুলিশের গুলিতে কোটা আন্দোলনকারী আবু সাঈদ নিহত চীন-রাশিয়া সামরিক মহড়া ছাত্র নিহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি অসত্য: পররাষ্ট্র মন্ত্রণালয়
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাদারীপুর রুটে হঠাৎ বাসভাড়া বৃদ্ধি

সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি
Update : বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৬:৪০ অপরাহ্ন

সুজন হোসেন রিফাত, মাদারীপুর  প্রতিনিধি:  পদ্মা সেতু চালুর আগ পর্যন্ত মাদারীপুর থেকে সড়কপথে রাজধানী  ঢাকা পৌঁছাতে যাত্রীদের জনপ্রতি বাস ভাড়া দিতে  হতো ২৫০ টাকা। সেতু চালুর পর ২৫০ টাকার ভাড়া বাড়িয়ে করা হয় ৩০০ টাকা। হঠাৎ করে ডিজেলের  তেলের দাম বেড়ে যাওয়ার সেই ভাড়া আরেক দফা বাড়িয়ে করা হয় ৩৫০ টাকা। তবে বাসমালিকদের মধ্যে ভাড়ার  প্রতিযোগিতা থাকায় অনেক পরিবহন ৩০০ টাকা ভাড়া নিত। একপর্যায়ে জেলার সবকটি ঢাকাগামী পরিবহন যাত্রীপ্রতি ৩০০ টাকা ভাড়া নিতে শুরু করে। গত ১৫ ফেব্রুয়ারির আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করেই সড়ক পরিবহন বাসমালিক সমিতির একটি  সভায় মাদারীপুর-ঢাকা সড়কপথে বাসের ভাড়া নির্ধারণ করা হয় ৪০০ টাকা। কোনো ধরনের নোটিশ বা প্রজ্ঞাপন ছাড়াই এই ভাড়া পরদিন থেকে কার্যকর করা হয়। ৩০০ টাকার ভাড়া ১০০ টাকা বৃদ্ধি করায় এরপর থেকে প্রতিবাদ করা শুরু করেন অনেকে যাত্রীরাসহ সাধারণ মানুষেরা।
এসময়  প্রতিবাদকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ রুটের  বাসগুলো বর্জনের ডাক দিচ্ছেন। যাত্রীদের এই প্রতিবাদ চলমান রয়েছে গত দুই সপ্তাহ ধরে। তারা বিকল্প যানবাহন ও বিকল্প রুটে রাজধানীতে যাতায়াত করছেন। এতে যাত্রীসংকটে পড়েছেন মাদারীপুর-ঢাকা রুটের বাসগুলো।

মাদারীপুর বিআরটিএ সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকার দূরত্ব ১১১ কিলোমিটার। সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী কিলোমিটার প্রতি ২ টাকা ১৫ পয়সা। বাসে ৫২ সিটের স্থানে যাত্রীদের স্বাচ্ছন্দের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে ৪০ সিটের বাস। ৪০ সিটের বিবেচনা করলে এতে ভাড়া দাঁড়ায় ৩০৪ টাকা ২৭ পয়সা।

তবে  পদ্মা সেতুর টোল নেয়া হচ্ছে দুই হাজার ৪৯৫ টাকা। সেক্ষেত্রে ৪০ জন যাত্রীর ৭০ শতাংশ ধরে জনপ্রতি শুধু টোল দাঁড়ায় ৮৯ টাকা ১০ পয়সা। এতে যাত্রীপ্রতি সবমিলিয়ে ভাড়া হয় ৩৯৩ টাকা ৩৭ পয়সা। ছয় টাকা ৬৩ পয়সা বৃদ্ধি করে ভাড়া ৪০০ টাকা নেয়া হচ্ছে।

ভাড়া বৃদ্ধির ব্যাপারে সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি খন্দকার কামরুল হাসান তুষু বলেন, ‘আমরা সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছি। অনেকে এ সম্পর্কে না বুঝে জনগণকে ভুলপথে পরিচালিত করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা অবৈধভাবে ভাড়া আদায় করলে রাস্তায় ট্রাফিক রয়েছেন তারাই আমাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করতেন।’

এ বিষয়ে কথা হয় বিআরটিএ মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূরুল হোসেনের সাথে। তিনি বলেন, ‘এই ভাড়া আমাদের হেডকোয়ার্টার থেকে নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী এই রুটের ভাড়া ৩৯৩ টাকা আসে। এখানে সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ীই নেওয়া হচ্ছে।’

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘জেলা পর্যায়ের বাস ভাড়া নির্ধারণ কমিটির আমি একজন সদস্য। ভাড়া বৃদ্ধির আগে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে আমার জানা নেই। তবে আমরা শুনতে পেয়েছি কয়েকদিন ধরে হঠাৎ করে ১০০ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। আমরা বিষয়টি খোঁজখবর নিচ্ছি। তাছাড়া বিআরটিএ কর্মকর্তা ও জেলা প্রশাসকের সাথে এ বিষয়ে কথা হয়েছে, তারাও বিষয়টি দেখছেন।’

সুজন হোসেন রিফাত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host