শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে কোটা সংস্কারকারিদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া,গুলি বর্ষণ, পুলিশসহ আহত-৪০, আটক-২ সারা দেশে নিহতের সংখ্যা ১৩ স্বাচিপ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ মামুন, সম্পাদক ডাঃ কাওসার শিবির কর্মী-ছাত্রদল এবং বহিরাগতরা ঢাবির হলে তাণ্ডব চালিয়েছে-মোজাম্মেল হক সারা বাংলা র ৮৮ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীপালন সারা বাংলা’র ৮৮ মাদারীপুর জেলা প্যানেলের উদ্যোগে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীপালন ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত-২০ রংপুরে পুলিশের গুলিতে কোটা আন্দোলনকারী আবু সাঈদ নিহত চীন-রাশিয়া সামরিক মহড়া ছাত্র নিহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি অসত্য: পররাষ্ট্র মন্ত্রণালয়
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

প্রধানমন্ত্রীর উপহারের ঘর ২ মাসও টিকলো না

কাওসার আলম মিঠু
Update : সোমবার, ২৪ মে, ২০২১, ১২:৩৩ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক: মাত্র ২ মাস আগে ঘরগুলো বুঝে পেয়েছেন মালিকরা। কেউ উঠেছেন আবার কেউ নামেমাত্র দখল নিয়ে রেখেছেন। আর এই অল্প সময়ের মধ্যেই বগুড়া সদরের আলোচিত সেই দশটিকা এলাকার
প্রকল্পের ঘরগুলোয় মারাত্মকভাবে ফাটল ধরেছে। যেকোনো সময় ভেঙে মাটির সঙ্গে মিশে যাবে। জীবনের চরম ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে উপহারের ঘরগুলো।

সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের দশটিকার সেই আলোচিত প্রকল্পে বেশকিছু ঘর এমনভাবে ফেটেছে যা একেবারেই ব্যবহারের উপযোগী নয়। ঘরগুলোতে প্রাণনাশের ভয়ে কেউ থাকেনা। ঘর বরাদ্দ পাওয়া শামীম ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘরগুলো আলগা মাটির উপর নির্মাণ করা হয়েছে। ফলে কোনো ঘর দেবে গেছে আবার কোনোটিতে ফাটল ধরেছে। যেকোনো সময় মাটির সঙ্গে মিশে যাবে। তাই ভয়ে ঘরে কেউ থাকছে না। ওখানকার আরেক বাসিন্দা শিরিন বেগম গণমাধ্যমকে বলেন, একটু বাতাশ বা বৃষ্টি হলেই  ঘরগুলো থেকে বের হয়ে নিরাপদে যেতে হয়। এদিকে মানবজমিনের প্রতিবেদনের ভিত্তিতে চলতি বছরের শুরুর দিকে দশটিকা এলাকার ওই প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখতে বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয় দুদকের সহকারী পলিচালকসহ ৫ সদস্য বিশিষ্ট একটি দল তদন্ত করেছিল। সেই তদন্ত রিপোর্ট ইউএনও’র পক্ষে যায় বলে একটি সূত্রে জানা যায়। পরে বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ-পরিচালক সুদীপ কুমার চৌধুরীর কাছে ওই প্রতিবেদনে কি লেখা ছিল জানতে চাইলে তিনি কৌশলে জবাব দিয়েছেন ‘আমরা সরজমিন যা দেখেছি তাই লিখেছি’। কি লেখা হয়েছে তার বিস্তারিত জানাতে রাজি হননি। তিনি জানান, ঘরগুলো যে বাজেট দেয়া হয়েছে তাতে ভালো ঘর নির্মাণ করা সম্ভব নয়। বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে সীমাহীন দুর্নীতির আশ্রয় নিয়েছেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। লুটপাট করতে গিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। আমি নির্মাণ চলাকালে নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে দেখে ওই সময় মন্তব্য করেছিলাম এই ঘরগুলো ৬ মাস টিকবে না। সেই মন্তব্য সত্য প্রমাণ হলো। ঘরগুলো বুঝে দেয়ার দুই মাসের মাথায় এগুলো মারাত্মকভাবে ফেটেছে। বিষয়টি নিয়ে কথা হয় বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের ভারপ্রাপ্ত কর্তকর্তা জি এম রাশেদুল ইসলামের সঙ্গে। তিনি জানান, ওই দপ্তর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ঘরগুলো যখন নির্মাণ করা হয় তখন তিনি দায়িত্বে ছিলেন না। বিষয়টি খোঁজ নিয়ে দেখার কথা জানান। এদিকে রোববার কয়েক দফা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। পরে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক গণমাধ্যমকেবলেন, ওই ঘরগুলো আলগা মাটির উপর নির্মাণ করার কারণে ফেটে যেতে পারে। বিষয়টি খোঁজ নিতে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host