শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে কোটা সংস্কারকারিদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া,গুলি বর্ষণ, পুলিশসহ আহত-৪০, আটক-২ সারা দেশে নিহতের সংখ্যা ১৩ স্বাচিপ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ মামুন, সম্পাদক ডাঃ কাওসার শিবির কর্মী-ছাত্রদল এবং বহিরাগতরা ঢাবির হলে তাণ্ডব চালিয়েছে-মোজাম্মেল হক সারা বাংলা র ৮৮ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীপালন সারা বাংলা’র ৮৮ মাদারীপুর জেলা প্যানেলের উদ্যোগে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীপালন ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত-২০ রংপুরে পুলিশের গুলিতে কোটা আন্দোলনকারী আবু সাঈদ নিহত চীন-রাশিয়া সামরিক মহড়া ছাত্র নিহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি অসত্য: পররাষ্ট্র মন্ত্রণালয়
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে ২ ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত

Reporter Name
Update : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ১:৩৩ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : নানা অনিয়মের কারনে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সুমন মন্ডল মিঠু ও নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিস কুমার বড়ালের নামে দুই ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বিকালে ই-মেইলের মাধ্যমে বরখাস্তের চিঠি পেয়েছেন বলে জানান জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। বরখাস্তকৃত মিঠু উপজেলার ২নং মালিখালী ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান এবং নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিস কুমার বড়াল।

স্থাণীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থাণীয় সরকার বিভাগের উপসচিব মো: আবু জাফর স্বাক্ষরিত ওই চিঠিতে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে সরকার কর্তৃক অসহায়দের জন্য দেয়া বিনামূল্যে বিতরনকৃত ঘর প্রদানের বিনিময় অর্থ গ্রহন, সরকারী টিউবওয়েল প্রদানের বিনিময় নগদ অর্থ গ্রহন, ভিজিডি’র উপকার ভোগী বাছাইয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ স্থাণীয় তদন্তে সত্য প্রমানিত হওয়ায় জনস্বার্থে স্থাণীয় সরকার সুমন মন্ডল মিঠুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে জানতে বহিস্কৃত মালিখালী ইউপি চেয়ারম্যানের মুঠোফোনে ফোন দিলে তিনি এ ব্যাপারে বলেন, উপজেলা নির্বাহী অফিসার আমার বিরুদ্ধে ইচ্ছামতো রিপোর্ট পাঠিয়েছে। তাকে একবার ভিডিজি’র চাল নিয়ে জিজ্ঞাসা করছিলাম সেই ক্ষোভে সে এই কাজ করছে। এটা প্রমানহীন ও ভিত্তিহীন। আমি সরকারী কোন ঘর বরাদ্দ পাই নাই এমনকি আমি সরকারী ঘরের তালিকায়ও নাই।

অন্যদিকে প্রজ্ঞাপনে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিস কুমার বড়ালের বিরুদ্ধে ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলেদের জাটকা আহরণে বিরত রাখার লক্ষ্যে ৩৪৭ জন জেলের মাঝে বিতরণের উদ্দেশ্যে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভিজিএফ এর ৯১৬ বস্তা চালের মধ্যে ৩৬ বস্তা চাল কার্ডধারী নয় এমন ব্যক্তিদের মাঝে বিতরণের অনিয়মের অভিযোগ পাওয়ায় তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বহিস্কৃত জলাবাড়ি ইউপি চেয়ারম্যান আশিস কুমার বড়াল বলেন, এগুলো সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার অনুপস্থিতিতে তারা ভিডিএফ এর চালের বস্তা গুনেছে। ১৪ এপ্রিল মৎস্য কর্মকর্তা ছিলেন ২ বস্তা চাল কম ছিল তবে পরে ৫ ও ৬ নং ওয়ার্ড থেকে বস্তা বেশি গিয়েছে বলে আবার সেগুলো ফেরত দেয়া হয়েছে। তবে আমি আমার বরখাস্তের ব্যাপারে কোন কাগজ পাই নাই।

এ ব্যাপারে জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, আমরা গতকাল বিকালে ই-মেইলের মাধ্যমে বরখাস্তের চিঠি পেয়েছি। অসহায়দের জন্য দেয়া বিনামূল্যে বিতরনকৃত ঘর প্রদানের বিনিময় অর্থ গ্রহন, সরকারী টিউবওয়েল প্রদানের বিনিময় নগদ অর্থ গ্রহন, ভিজিডি’র উপকার ভোগী বাছাইয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ সত্য প্রমানিত হওয়ায় স্থাণীয় সরকার সুমন মন্ডল মিঠুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের কারনে জলাবাড়ি ইউপি চেয়ারম্যান আশিস কুমার বড়াল সামিয়িক বরখাস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host