শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে কোটা সংস্কারকারিদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া,গুলি বর্ষণ, পুলিশসহ আহত-৪০, আটক-২ সারা দেশে নিহতের সংখ্যা ১৩ স্বাচিপ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ মামুন, সম্পাদক ডাঃ কাওসার শিবির কর্মী-ছাত্রদল এবং বহিরাগতরা ঢাবির হলে তাণ্ডব চালিয়েছে-মোজাম্মেল হক সারা বাংলা র ৮৮ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীপালন সারা বাংলা’র ৮৮ মাদারীপুর জেলা প্যানেলের উদ্যোগে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীপালন ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত-২০ রংপুরে পুলিশের গুলিতে কোটা আন্দোলনকারী আবু সাঈদ নিহত চীন-রাশিয়া সামরিক মহড়া ছাত্র নিহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি অসত্য: পররাষ্ট্র মন্ত্রণালয়
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

নিরন্তর বেদনা : মো: মতিয়ার রহমান

মো: মতিয়ার রহমান
Update : বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ৬:৪৯ অপরাহ্ন

নিরন্তর বেদনা
মো: মতিয়ার রহমান
কথার ছলে বললে সেদিন
আমি রাজা তুমি রানী,
এমনি কতো কথায় কেটেছে সময়
আজো বাজে হৃদস্পন্দনে সে মধুর বানী।
পারবে না তুমি রাজা হতে?
বললো মধুমিতা,
রানী হওয়ার আনন্দে বিভোর
হারিয়ে ফেলে দিশা।
খুশিতে সে জড়িয়ে ধরে
বলল কথা যতো,
জাঁহাপনা জাঁহাপনা বলে
কুর্নিশ করে হয়ে মাথা নত।
কখনো আবার জড়িয়ে ধরে
চুমু দিল কতো,
অনুভূতিতে সাড়া জাগে
দমকা হাওয়ার মতো।
শিউরে ওঠে হৃদয় আমার
স্বপ্ন জাগে মনে,
রাজা যদি হতে পারি
এমন আনন্দ থাকবে জীবন ভরে।
সেই থেকে প্রত্যয় আমার
রাজা হবো একদিন,
এমনি তাড়া কল্পনায়
দিন কাটে ব্যস্ততায় রাত নিদ্রাহীন।
সেই তাড়নায় ঘরছাড়া দিকহারা
পথে পথে ছুটে চলি,
অবশেষে পেয়ে গেলাম
অশ্বথ বৃক্ষেরতলে এক ঋষি।
ধরে তার চরণ যুগল
সকাতরে বলি,
রাজা হবো কিভাবে ঋষিবাবা
বলে দাও এ আমার মিনতি।
ঋষি কহে ওহে বৎস
অশান্ত ক্লান্ত তুমি,
শান্ত কর মন হইও না হুতাসন
নিশ্চয়ই বলবো আমি।
রসে রইলুম ঋষিবাবার কাছে
পেয়ে কিঞ্চত ভরষা,
অশ্রু নয়নে বিষাদ বদনে
একে একে বলে গেলুম মধুমিতার কথা।
মধুমিতা আমার অন্তর শোকেচে রাখা মূর্তি
সুপ্ত হৃদয়ের জাগ্রত ঝংকার,
দগ্ধে ক্লিষ্ট চিত্তে সঞ্চারিত ফূর্তি
শক্তি সাহসের অহংকার।
সব শুনে ঋষিবাবা
মাথায় বুলিয়ে হাত,
টলমল চোখে উদাস ভঙ্গিতে
ছাড়লো দীর্ঘশ্বাস!
আমার ব্যাথায় ব্যথিত হয়ে
ঋষিবাবা কহে পূর্ণ হবে তোর বাসনা,
ইহা শুনে জড়িয়ে ধরি তাকে
অন্তর ভেদিয়া বেড়িয়ে আাসে আবেগজনিত কান্না।
ঋষিবাবার কথা মতো চালিয়ে যাই কাজ
ক্লান্তি-শ্রান্তিতেও নেই বিশ্রাম
আত্ননিয়োগ করি মানবতার সেবায়
ভুলে গিয়ে আয়েশ আরাম।
নিয়তির করুনায় ঋষিবাবার আশিসে
ভরে গেল জীবন আমার যশ-খ্যাতি ধন-সম্পদে,
জয় জয়কারে ছড়িয়ে গেল আমার নাম
আমজনতার ভালবাসায় মন গেল ভরে।
মনেতে খুশির জোয়ার
সম্মুখে নেই কোন বাধাবন্ধ,
জনতার জীবন স্রোতে মিশে যাই
নেই কোন ভেদাভেদ নেই দ্বিধাদ্বন্দ্ব।
জনমনে ঘরে ঘরে একই কথা
সকলেই রাজা হিসেবে দেখতে চায় আমাকে,
আমি যদি রাজা হই মন্দ হয় না
অলি-গলি রাজপথ ভরে গেল মিছিলে।
জনগনের রায়ে রাজাই হলাম অবশেষে
পথ চেয়ে আছি মধুমিতার আশায়,
সে আসলে আমার সব ভরে যাবে
ঐশ্বর্যের পূর্ণতায়।
হাসবো আমি হাসবে মধুমিতা,
বইবে আবার বাতাস,
কালমেঘ সরিয়ে দিয়ে
হাসবে নীল আকাশ।
দু:খ ক্লান্তি পরিতাপ
কেটে গেল জর্জর পরাণে,
সুধাগন্ধে ভরে গেছে মন
ব্যাকুল শুধু মধুমিতার জন্যে।
তরুলতা গাছপালা ফুলে ফুলে সজ্জিত
সৌরভ ছড়াচ্ছে চারিপাশ,
মধুমিতা শুধু তুমি আসলেই
ষোল কলা পূর্ণ হবে আমার আত্মবিশ্বাস।
তোমার একটি কথা
হৃদয়ে লালন করে,
দু:খ-কষ্ট যন্ত্রণায় বহু দেশ ঘুরে
হয়েছি রাজা বসেছি রাজ সিংহাসনে।
তুমি কোথা মধুমিতা?
হৃদয়ে ভাসছে জোয়ার ঢেউ জাগে বুকে,
চিত্তের উদ্মাদ ঘটে
কাটে না সময় তুমি বিনে।
তুমি বিনে এ রাজ প্রাসাদেও তপ্ত দেহ
সঙ্গহীন বিচরণ নি:শব্দে,
সর্ব আভরণহীন আমি
থাকি নি:সঙ্গ নিঃস্পৃহে।
চিৎকার করি,”আমি রাজা…..আমি রাজা…….”
সব ভরে গেছে প্রাচুর্যে,
গগন ভেদিয়া চিৎকার ওঠে
তবুও মধুমিতা তুমি পাওনা শুনতে।!
সব পেয়েও আজ কিছুই নেই আমার
অন্তর গুমরে কাঁদে,
আজ রাজ্য আছে রাজ সিংহাসন আছে
শুধু রানী নেই কাছে!!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host