শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে কোটা সংস্কারকারিদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া,গুলি বর্ষণ, পুলিশসহ আহত-৪০, আটক-২ সারা দেশে নিহতের সংখ্যা ১৩ স্বাচিপ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ মামুন, সম্পাদক ডাঃ কাওসার শিবির কর্মী-ছাত্রদল এবং বহিরাগতরা ঢাবির হলে তাণ্ডব চালিয়েছে-মোজাম্মেল হক সারা বাংলা র ৮৮ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীপালন সারা বাংলা’র ৮৮ মাদারীপুর জেলা প্যানেলের উদ্যোগে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীপালন ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত-২০ রংপুরে পুলিশের গুলিতে কোটা আন্দোলনকারী আবু সাঈদ নিহত চীন-রাশিয়া সামরিক মহড়া ছাত্র নিহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি অসত্য: পররাষ্ট্র মন্ত্রণালয়
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঠাকুরগাঁওয়ে স্বচ্ছল পরিবারে চালের কার্ড হতদরিদ্ররা বঞ্চিত

বিশ্বজিৎ সরকার রনি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
Update : বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ২:১২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁ জেলা প্রতিনিধি ঃ আব্দুল খতিব। বয়স প্রায় ৫৭ বছর। পেশায় দিন মজুর। বাড়ি ভোমরাদহ গ্রামে। এক ছেলে প্রতিবন্ধী সহ তার পেিবারে সদস্য সংখ্যা ৮ জন। দিন মজুরী করে কোন মতে অনাহারে অর্ধাহারে দিন চলে তাদের। দেশে করোনা কালিন সময়ে কাজ কর্ম কমে যাওয়ায় পড়েন মহা বিপাকে। প্রতিবন্ধী ছেলের ভাতা সহ সরকারি সহায়তার জন্য ধরনা দেন জন প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরে। কিছু ভিজিএফ এর চাল পাওয়া ছাড়া তার ভাগ্যে আর কোন সরকারি সহায়তা জুটেনি। দিনমজুর আব্দুল হাকিম। বাড়ি সেনুয়া গ্রামে। পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। তার ভাগ্যেও জুটেনি সরকারী সামাজিক নিরাপত্তা কর্মসূচীর তেমন কোন সুবিধা। অথচ প্রতিরন্ধী ভাতা, ভিজিডি, ফেয়ার প্রাইজ কার্ড (১০ টাকা কেজি দরে চাল) সহ সরকারের নানা কর্মসুচী চলমান রয়েছে। এসব সরকারি সুবিধা খতিব বা হাকিমের মত দিনমজুরেরা না পেলেও, পেয়েছেন স্বচ্ছল দলীয় নেতা-কর্মীরা। সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসুচী এ চিত্র ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের। ঐ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ভোমরাদহ সর্দারপাড়া গ্রামের আব্দুস সালাম। পরিবারের অবস্থা স্বছল। মিলন বাজারে মুদি দোকান রয়েছে তার। মোটর সাইকেল হাকিয়ে বেড়ান। মা, স্ত্রী ও ৩ ছেলে নিয়ে একত্রে বসবাস করেন। তারপরও স্ত্রী ও ছেলেদের নামে পেয়েছেন ফেয়ার প্রাইজের (১০ টাকা কেজি দরে চাল) কার্ড। কয়েক বছর ধরে তুলছেন সে চাল। সালামের স্ত্রী আরিফার কার্ড নম্বর ১০৮০, বড় ছেলে আরিফের কার্ড নম্বর ১১১০, অপর দুই ছেলে আমিন ও আকাশ। তাদের কার্ড নম্বর ১০৫৫। একটি কার্ড দিয়ে দুই জন চাল তুলেন। একই নম্বরের কার্ডে তালিকায় কখনো আমিন এর নাম আবার কখনো আকাশের নাম ব্যবহার করা হয়। একই পরিবারে একাধিক কার্ড না দেওয়ার সরকারি নির্দেশনা থাকলেও এ ক্ষেত্রে কোন নিয়ম মানা হয়নি। স্বচ্ছল পরিবার হলেও কার্ডে দেখানো হয়েছে দিনমজুর। সালামের মত অনেক স্বচ্ছল পরিবার পাচ্ছেন ফেয়ার প্রাইজের চাল সহ নানা সরকারি সুবিধা। অথচ একই ইউনিয়নের ভোমরাদহ গ্রামের দিনমজুর খতিব এবং সেনুয়া গ্রামের হাকিমে মত অনেক গরিববই বঞ্চিত রয়েছেন দীর্ঘদিন ধরে। খতিবের দাবি, তার এক ছেলে প্রতিবন্ধী। কোন ভাতা পায় না। ভিজিডি বা স্বল্প মুল্যে চালের কার্ড পাননি। অনেক ঘুড়েছেন। কেউ কথা শুনেনি। খেয়ে না খেয়ে দিন পার করছেন। তাদের খোজ কেউ রাখেন না। হাকিম বলেন, সরকার গরিবদের জন্য এত কিছু দিচ্ছেন। অথচ আমরা গরিবরা পাচ্ছি না। আমাদের কথা কে শুনে !।স্বচ্ছল হওয়া সত্তেও একই পরিবারে স্ত্রী ও ছেলের নামে ফেয়ার প্রাইজের কার্ড নেওয়া প্রসঙ্গে ইউনিয়ন আওয়ামীলীগের নেতা আব্দুস সালাম বলেন, আমরা স্বচ্ছল নই। হতদরিদ্র। এজন্য ৩টা কার্ড পেয়েছি। আমার এক ছেলে বিয়ে করে আলাদা খায়। আমি দুইটা কার্ডের সুবিধা পাই। তাতে কি ! এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান হিটলার হক বলেন, তালিকাটি ৫ বছর আগের করা। তালিকায় কি আছে, দেখতে হবে। তাছাড়া আমরা ছোট পদে আছি, এখানে কি!। যারা কোটি কোটি টাকার দূর্নীতি করছে, তাদের দেখন না!। উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, এমনটা হয়ে থাকলে কার্ড বাতিল করা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host