শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে কোটা সংস্কারকারিদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া,গুলি বর্ষণ, পুলিশসহ আহত-৪০, আটক-২ সারা দেশে নিহতের সংখ্যা ১৩ স্বাচিপ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ মামুন, সম্পাদক ডাঃ কাওসার শিবির কর্মী-ছাত্রদল এবং বহিরাগতরা ঢাবির হলে তাণ্ডব চালিয়েছে-মোজাম্মেল হক সারা বাংলা র ৮৮ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীপালন সারা বাংলা’র ৮৮ মাদারীপুর জেলা প্যানেলের উদ্যোগে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীপালন ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত-২০ রংপুরে পুলিশের গুলিতে কোটা আন্দোলনকারী আবু সাঈদ নিহত চীন-রাশিয়া সামরিক মহড়া ছাত্র নিহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি অসত্য: পররাষ্ট্র মন্ত্রণালয়
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

অঘোম অনাহারী মানুষের দিকে -এনামুল হক টগর

এনামুল হক টগর
Update : রবিবার, ৪ জুলাই, ২০২১, ৪:৪৯ অপরাহ্ন

অঘোম অনাহারী মানুষের দিকে
এনামুল হক টগর
০৪/০৭/২০২১
পৃথিবীর চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ,মহামারী জীবন ক্ষত-বিক্ষত,
অঘোম অনাহারী ক্ষুধার্ত মানুষগুলো কাঁদে মানবতাহীন দিশেহারা নিত্য।
জটিল পঙ্কিলতার আঁধারে ঘুমিয়ে আছে পৃথিবী ও ক্ষমতাধর বিশ্ব-শাসক।
প্রেমহীন ব্যর্থ তারা সমাজকে শুধুই বাসনার মিথ্যা আশ্বাস দেয় অবাক।
ফুলের নিচেই যেন তীক্ষ্ম কাঁটার ক্ষত দুর্দশার যন্ত্রণা ও বিচ্ছেদের ক্রন্দন!
মদের নেশায় সন্ত্রাসীরা সমাজ লুট করে অপহরণকারীদের দাবি মুক্তিপণ।
উদ্ধারে বিফল রাজা শুধু রক্ত ঝরায় মৃত্তিকার বুক হয় লাল দহন।
দাউ দাউ নগর পোড়ায় ও অনাহারীর ব্যথায় দাউ দাউ গ্রাম পোড়ায় বিস্ময়।
পৃথিবীর রাজ্যে মহামারী ক্ষুধায়,বিপন্ন মানুষ অভাব অনাটনে অসহায়।
তাদের কান্নার শোক ও বেদনার তাপ আহাজারী ধ্বনিত হয় ক্রন্দন হিয়ায়!
শরীর কাঁদে প্রেম কিন্তু আঘাতের পর আঘাত ক্ষত বিক্ষত জীবন অসহায়।
গরীবের বুকে শাসকের এমনই নিষ্পেষিত যাঁতাকল ঘোরে যন্ত্রণায় নিরুপায়।
প্রতিনিয়ত ঘাতক শত্রুরা মানবতাকে ধ্বংস করে সভ্যতা হয় বিপন্ন হেথায়,
জীবনের অশ্রুপাত দেখে শান্ত পৃথিবী বিফল একা দাঁড়িয়ে থাকে অবক্ষয়।
অঘোম রাতের কবি আমি গরীবের সাথে সাহসী হয়ে দাঁড়াই মানবতার যুদ্ধে।
নির্জন অরণ্যের বুকে প্রেম ও ভালোবাসার স্বপ্ন গড়ে তুলি আলোর সাথে সন্ধি।
বিপন্ন ও বন্দি ফুলগুলোকে জাগিয়ে তুলি তৃপ্ত সৌরভ গৌরব বন্ধুত্বের বাক্যে।
সামনে নিষ্ঠুর দিন তবুও অনাহারীদের দীর্ঘ মিছিলে আমি সাহসী হয়ে দাঁড়াই ঐক্যে।
বিষণ্ন দুঃখের ভেতর আমরা সমনের দিকে এগিয়ে যাই আত্মিক প্রেমের ঝলক।
জন্ম জন্মান্তরে আমাদের যুদ্ধ সংগ্রাম ও আন্দোলন হবে জীবনের দীপ্ত আলোক।
অগ্নি বিপ্লব আগ্নি যুদ্ধ আগ্নি জেহাদ অগ্নি মিছিলে আমরা করবো সংস্কার অধিক।
রণাঙ্গনে রক্তপাত তবুও ক্ষুধামুক্ত পৃথিবী গড়বো জাগরণ জ্ঞানে তাত্ত্বাতিক!
আমাদের বীরত্বের জন্যই জয়-জয়াকার অভিনব শুভ যাত্রা কল্যাণের ডাক।
অনাহারীর দুচোখে আলো দেবো অদম্য অনতিক্রম্য স্পৃহায় হেঁটে যাবে বিবেক।
নিত্য যৌবন সমাজ শান্তির আহবান করবে শাশ্বত ভালোবাসা সাম্যের ঐক্য।
নতুন আলোয় গরীব ও অনাহারীর সাথে কবিদের দেশপ্রেমে হবে বন্ধুত্ব।
শক্ত রাস্তা নির্মাণ হবে কৃষক ফলাবে সোনার ফসল জাতির গৌরব অমরত্ব!
চারণভূমিতে জীবনের জন্য নগর ও গ্ৰাম হয়ে উঠবে অভয় স্বর্গ রাজ্যে প্রজ্ঞাময়।
গরীব ধনী ও কবিদের শ্রেণিভেদ উঠে যাবে দেশ হবে আলোকিত চেতনাতে উদয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host