শনিবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন সমাজসেবক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উপদফতর সম্পাদক এবং আকা ফাউন্ডেশন ও ডেন্টাল পিক্সেলের প্রতিষ্ঠাতা ডা. আদেলী এদিব খান। সেই সঙ্গে ৩টি ছবি শেয়ার করেছেন তিনি।
ঘটনাটি গত শুক্রবারের (২৩ জুন)। ফেসবুকে ডা. আদেলী এদিব খান লেখেন, “আপনি প্রফেশনালি যতই শক্ত অবস্থান তৈরি করুন না কেন, দিনশেষে ‘মানবিকতাবোধ’ একজন মানুষকে অনন্য করে তোলে, ব্যক্তি হয়ে ওঠে নৈর্ব্যক্তিক। আপনার মানবিকতাবোধ আপনাকে করে তোলে তুলনাহীন।”
কেন বলছি? প্রশ্ন রেখে ডা. আদেলী এদিব খান উল্লেখ করেন, শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে তারা দিল্লি বিমানবন্দর থেকে ক্লান্ত আকাশের বুকে ডানা মেলে স্বদেশের উদ্দেশে রওনা দেন, সহযাত্রী হিসেবে পান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে।
তিনি লেখেন, ‘হঠাৎ করে আমাদের একজন সহযাত্রী মেয়ে খুব অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায়, আপনি বা আমি কতটুকু দায়িত্ববোধের পরিচয় দিতাম জানি না। তবে যাদের যোগ্য নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ হয়ে চলেছে, তাদেরই একজন সম্মুখসারির যোদ্ধা সঠিক নেতৃত্ব নিয়ে সামনে হাজির হন। সব যাত্রীকে আহ্বান জানান, কোনো ডাক্তার আছেন কি না? বিমান বাংলাদেশে অবতরণ না করা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা তিনি দাঁড়িয়ে রোগীর সেবা করে গেলেন।’
‘এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? একজন নেত্রী কীভাবে নেতৃত্ব দেন, কীভাবে মায়ের ভূমিকায় অবতীর্ণ হন সেটা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা দুঃসাধ্য। কোনো পত্রিকা বা সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়নি। কেননা, কিছু মানুষ সময়ে-অসময়ে অসম্ভব রকম মানবিক হয়ে ওঠেন তাদের স্বকীয়তায়, ভাইরাল হওয়ার জন্য নয়। এখানেই একজন জনপ্রতিনিধি অনন্যসাধারণ। জয়তু মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আপনার নেতৃত্বগুণ এবং মানবিক মূল্যবোধ আমাদের জীবনের অনুষঙ্গ হয়ে থাকুক…,’ যোগ করেন ডা. আদেলী এদিব খান।