রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার ত্রিবেণী বাজারে এখনো এক টাকায় মিলছে শিঙাড়া। ৩৫ বছর ধরে ১ টাকায় শিঙাড়া বিক্রি করছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী গ্রামের মোশাররফ হোসেন। তার শিঙাড়ার দাম কম ও সুস্বাদু হওয়ায় জেলার সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসে এই শিঙাড়া খেতে।
ত্রিবেণী বাজার থেকে মোশাররফ হোসেন জানান, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বসে এ বাজারে। প্রতিদিন ১ হাজার ৮০০ থেকে ২ হাজার শিঙাড়া বিক্রি হয়। শুরুতে তিনি ৫০ পয়সায় শিঙাড়া বিক্রি করতেন। কয়েক বছর ধরে ১ টাকায় শিঙাড়া বিক্রি করেন। মোশাররফ হোসেন লেখাপড়া জানেন না। তবে দুই ছেলে ও মেয়েকে শিক্ষিত করেছেন এই শিঙাড়া বিক্রি করে।
মোশাররফ হোসেন জানান, জিনিসপত্রের দাম বাড়ায় এখন কম হচ্ছে লাভ। প্রতিদিন তার দোকানে যা বিক্রি হয় তা দিয়েই চলে তার সংসার। দাম কম হলেও বিক্রি বেশি হওয়ায় পুষিয়ে যায় তার।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কবির হোসেন জানান, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে এখনো এক টাকায় পাওয়া যায় শিঙাড়া। অবিশ্বাস্য ব্যাপার। দাম ১ টাকা হলেও আকারে নেহাত ছোট নয়। খেতেও বেশ সুস্বাদু।
ত্রিবেণী গ্রামের বাসিন্দা লোকমান হোসেন জানান, দাম ১ টাকা হলেও এ শিঙাড়া খেতে সুস্বাদু ও বেশ জনপ্রিয়। কম দামে মচমচে, সুস্বাদু শিঙাড়া স্বাদ নিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে অনেকে ছুটে আসেন এখানে। এক টাকার এ শিঙাড়া এখানে দাঁড়িয়ে খাওয়ার পাশাপাশি অনেকে নিয়ে যান তাদের পরিবার-পরিজনের জন্য।