হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে স্ত্রী নুসরাত জাহানকে হত্যার অভিযোগ উঠেছে।
হরিণাকুণ্ডু উপজেলার কাপাশাহাটিয়া ইউনিয়নের শাখারীদহ গ্রামের মোজাম হোসেনের ছেলে মামুন হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার (১জুলাই) সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে বাগ-বিতন্ডা হয়। একপর্যায়ে স্ত্রীকে বেধড়ক মারপিট করা হয়। এরপর রাতের কোন এক সময়ে নুসরাত বিষপান করেন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
নুসরাত জাহান ঝিনাইদহ সদর উপজেলার রাজনগর গ্রামের জমির গাজীর মেয়ে। নুসরাত জাহানের পরিবারের পক্ষ থেকে জানা যায়, নুসরাত জাহানের বিয়ে হয়েছে মাত্র তিন মাস আগে। নুসরাত জাহানের স্বামী মামুনের অন্য জায়গায় পরকীয়ার সম্পর্ক থাকায় নুসরাতকে মেনে নিতে পারেনি। এই তিন মাসে তাদের ভিতরে মনোমালিন্য চলে আসছিল। পরিবারের দাবি নুসরাত জাহানকে আঘাত করে মারার পর মুখে বিষ দেয়া হয়েছে।
কাপাশাহাটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য জানান, মামুনদের পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছেন তাদের ছেলের বউ বিষপান করে আত্মত্যা করেছে। সকাল থেকেই লাশের সাথে রয়েছেন তিনি। হাসপাতাল থেকে জানতে পেরেছেন তার কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি মর্গে রয়েছে, ময়না তদন্তের পরেই জানা যাবে হত্যা করা হয়েছে কিনা আত্মহত্যা করেছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয় এখনো কোনো মামলা হয়নি, ময়না তদন্তের রিপোর্ট পেলে ব্যাবস্থা নেওয়া হবে।