ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শুড়া গ্রামে শামিম হোসেন মিয়া (৫০) নামে সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তেরা এই হত্যাকান্ডটি ঘটিয়েছে। নিহত শামীম একই গ্রামের গোলাম রসুল লান্টুর ছেলে। তিনি একজন সাবেক সেনা সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক কমিটির সহ-সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮ টার দিকে এশার নামাজের পর তার বাড়ির সামনে একটি সাঁকোর কাছে দাড়িয়ে ছিলেন। এসময় কিছু অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ফোন করে খালের ওপারে নিয়ে গিয়ে বুকে গুলি করে ফেলে রেখে যায়। এ অবস্থায় স্বজনরা পুলিশে খবর দিয়ে তাকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্বত্যরত চিকিৎসক ডাঃ আল আমিন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ তাকে মৃত্যু ঘোষণা করেন।
হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামিনুর রশীদ জানান, শামিম ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন। হাসপাতালে মৃত অবস্থায় তাকে আনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করতে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানকে বার বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া জানান, একজনকে গুলি করে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। সেখানে পৌছে বিস্তারিত জনাতে পারবো।