কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অধিনস্থ কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ মোবরক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে টেকেরখাল এলাকা হতে ৩০ পিচ হরিণ ধরার ফঁাদ সহ ১ টি নৌকা জব্দ করেছে। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারীরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গেছে গতকাল ১৩ অক্টোবর ভোর ৫ টার দিকে এ সকল হরিণ ধরার ফাঁদ সহ নৌকা সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।