ঝিনাইদহ প্রতিনিধিঃ সুইডেনে পবিত্র আল কোরআন পোড়ানোর প্রতিবাদে এবং এই ঘটনা সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা শাখার ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে এই কর্মসূচী পালিত হয়।
ওলামা মোশায়েখ পরিষদের নেতা কর্মীরা জুম্মার নামাজ শেষে উপজেলার প্রিয়নাথ স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আইজুদ্দীন মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা সুইডেনে পবিত্র কোরআন অবমাননার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ব মুসলিম সম্প্রদায় কে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সুইডেন সরকারের প্রতি আহ্বান জানানো হয়।