এনএসবি ডেস্ক: চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধের প্রভাব নেই রাজধানীর জনজীবনে। সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন রয়েছেন পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।রোববার (১২ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়ছে। রাজধানীর মতিঝিল, গাবতলীর মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। কর্মজীবীরাও কর্মস্থলে যেতে শুরু করেন। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত অনেক গাড়ি দেখা গেছে।গাবতলীতে দূরপাল্লা থেকে এসেছে বাস। তবে ঢাকা থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ার সংখ্যা খুবই কম হলেও একেবারে বন্ধ নেই। এ ছাড়া শহরের মধ্যে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।তবে যারা বাইরে বের হচ্ছেন, তাদের মনে শঙ্কা আছে। কারণ শনিবার (১১ নভেম্বর) রাতে ঢাকায় বেশ কয়েকটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।রবিউল ইসলাম নামে আরেকজন বলেন, অন্যান্য দিনের তুলনায় যানবহান চলাচল কিছুটা কম। কিন্তু তারপরও বিভিন্ন স্থানে সিগনালে পড়তে হয়েছে। তবে সকালে রাস্তা মোটামুটি ফাঁকা থাকায় দ্রুতই কর্মস্থলে আসতে পেরেছি।