রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: সংগঠন বিরোধী কার্যকলাপ করায় ঝিনাইদহের শৈলকুপার পৌর বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুসের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
শনিবার (২৪ আগষ্ট) সকাল ১০টায় পৌর বিএনপির কার্যালয়ে জরুরী সভায় তার পদ স্থগিত করা হয়।
শৈলকুপা পৌর বিএনপির সাধারন সম্পাদক সেলিম রেজা ঠান্ডু জানান, পৌর বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সম্প্রতি বিভিন্ন বাড়িঘরে হামলা, দলীয় নেতাকর্মীদের সাথে খারাপ আচরণ ও সংখ্যালঘু পরিবারে চাঁদা দাবী করে আসছে। এ সমস্ত অভিযোগের সত্যতা পাওয়ায় তার দলীয় পদ সাময়িক ভাবে স্থগিত করা হয় এবং এসব বিষয়ে ১৫ দিনের মধ্যে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।