রয়েল আহমেদ, শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঐতিহ্যের জনপদ শৈলকুপায় সাংবাদিকদের সংগঠন শৈলকুপা রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার ২১ মার্চ বিকালে প্রাথমিক পর্যায়ে ১৮সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। শৈলকুপার সুধিজনে সমাদৃত সিনিয়র সাংবাদিক দৈনিক রুপালি বাংলাদেশ এর আলমগীর অরণ্যকে আহ্বায়ক করে দৈনিক মানবাধিকার এর মিজানুর রহমান টিটো এবং দৈনিক অধিকার এর রয়েল আহমেদ কে যুগ্ম আহ্বায়ক করে দেশের বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় কর্মরত ১৮ জন সংবাদকর্মী নিয়ে নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন সুধিমহল। বস্তুনিষ্ঠ খবরের মাঠ তরান্বিত করতে দৃঢ় বিশ্বাসে এগিয়ে যাবে বলে মনে করেন উপস্থিত সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
শৈলকুপা রিপোর্টার্স ইউনিটি’র সম্মানিত সদসগণ সংবাদমাধ্যম সঠিকভাবে জবাবদিহি মূলক কর্মকান্ডে বিশ্বাসী ভীত তৈরির রূপকার হিসেবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন
১।ফরহাদ হোসেন -সোনালী খবর।
২।বাদশা মিয়া -আন্দোলনের বাজার
৩।আব্দুল আলিম-ডেইলি মর্নিং গ্লোরী
৪।আরজু -দৈনিক ভোরের আলো
৫।জাফরুল ইসলাম শিমুল
৬।আলআমিন হোসাইন – তৃতীয় মাত্রা
৭।ইয়ামিন হোসেন -দৈনিক মাতৃভূমি
৮।ইনসান আলী -দৈনিক গড়ব বাংলাদেশ
৯।আসাদুজ্জামান পলক-দৈনিক ভোরের আলো
১০।মিরাজুল ইসলাম-মেহেরপুর প্রতিদিন.
১১। জে এম আশরাফুল ইসলাম- সেন বাংলা ২৪
১২।সুমন কুমার-উন্মোচন টিভি
১৩।নুরুজ্জামান কোয়েল -সেন বাংলা ২৪
১৪। মোঃরানা আহম্মেদ -নিউজজি২৪
১৫।রোমান -দৈনিক যশোর