রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের ঐতিহ্যবাহী শৈলকুপা প্রেসক্লাবে টেলিভিশন উপহার দিয়েছেন প্রিয়াংকা গ্রুপের চেয়ারম্যান সাইদুর রহমান সজল। রোববার সকালে তার পক্ষ থেকে প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে ওয়াইফাই সংযুক্ত ৩২ ইঞ্চি একটি উন্নতমানের এলইডি স্মার্ট টেলিভিশন হস্তান্তর করা হয়। শৈলকুপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আকমল হোসেনের ঐকান্তিক চেষ্টায় প্রাপ্ত এ উপহার গ্রহণ করেন প্রেসক্লাবের সভাপতি মাসুদুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক শিহাব মল্লিক।
এসময় প্রেসক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।