রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তালা মার্কা প্রতীকের শাকিল আহম্মেদ সোমবার বিকালে শৈলকুপা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। শৈলকুপা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আহবায়ক আলমগীর অরণ্যের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মিজানুর রহমান টিটোর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আহম্মেদ বলেন – আমি শৈলকুপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। একজন সাবেক ছাত্রনেতা হিসেবে আমি আমার এলাকার জনগনের খেদমত করতে চাই। শৈলকুপা উপজেলাবাসীর বিপদে আপদে আমি সবসময় পাশে থাকতে চাই। তিনি বলেন আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই। আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব জনসাধারণের সেবা করে যাবো। আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি। জনগনের সেবা করার মানসে চাকরি করতে যায়নি, আমি রাজনীতির সাথেই থাকতে চাই। আমি আমার এলাকার মানুষের কাছে ভোট ভিক্ষা চাই। আগামী ২১ মে শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে তালা প্রতীকে ভোট দিয়ে জনসাধারণের সেবা করার সুযোগ চাই।
এসময় শৈলকুপা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।