রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ শৈলকুপার ভগবান নগর গ্রামের সেচ খাল থেকে ইদ্রিস আলী (৪২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ জুলাই) সকাল সড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সে ওই গ্রামের সানার উদ্দিন মন্ডলের ছেলে।
জানা যায়, শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় বাড়ি থেকে বের হন ইদ্রিস আলী (৪২)। এরপর রাতে আর কেউ তাকে খুঁজে পায়নি। পরে সকালে ভগবান নগর গ্রামের সেচ খালে পাট পচাতে গিয়ে এক কৃষক তার লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পরিবার ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইদ্রিস আলীর লাশ উদ্ধার করে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ইদ্রিস আলীর গলায় গামছা পেঁচানো ছিল। তিনি মৃগী রোগে ভুগছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, শরীরে কাঁপুনি ওঠার কারণে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। ময়না তদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।