রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বেসরকারী কোম্পানির এক চাকুরীজীবিকে হাতুড়ী দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। রবিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে শৈলকুপা পৌরসভার হাবিবপুর চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মনোজিৎ সরকার বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সে ঐ গ্রামের মৃত অনুকূল সরকারের ছেলে। তিনি রেভেনা নামক একটি কীটনাশক ঔষধ কোম্পানিতে কর্মরত আছেন।
তিনি বলেন, তার প্রতিবেশী সুশীল বালার ছেলে অভিযুক্ত সুকান্ত বালা পেশায় একজন ইজিবাইক চালক। প্রায়ই আমার বাসার সামনে তার ইজিবাইক গাড়িটি এমনভাবে রাখে তাতে আমার বাসায় ঢুকতে খুবই অসুবিধা হয়। রবিবার দুপুরে আমি কোম্পানির টাকা দেয়ার জন্য তরিঘরি করে এক লক্ষ ষাট হাজার টাকা নিয়ে ব্যংকে জমা দিতে যাবো কিন্তু সুকান্ত বালার গাড়ীটি পথ আটকে থাকায় আমি গাড়ীটি একটু সরিয়ে বেরুতে থাকি। হঠাৎ সে এসে বলে তার গাড়িটি কেনো সরানো হলো এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়, এক পর্যায়ে তার কোমর থেকে হাতুড়ী বের করে আমাকে বেদম মারতে মারতে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দেয়। আমার চিৎকার চেচামেচিতে আমার বাড়ির লোকজন এসে আমাকে হাসপাতালে ভর্তি করে।