রয়েল আহমেদ , শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে পৌর কাউন্সিলর ও তার কর্মী সমর্থকেরা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। রবিবার (১৩ আগষ্ট) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শত শত নারী-পুরুষ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
১২ আগষ্ট শনিবার দুপুরে জেলা রিপোর্টার্স ইউনিটের কার্যালয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদীকা সম্পাদক নিলুফা ইয়াসমিন শৈলকুপা পৌরসভার কাউন্সিলর মোঃ মুসা খাঁনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে নিলুফা জানান, মুসা খাঁন ও তার অনুসারীগণ তার বাড়িতে ও পারিবারিক সদস্যদের উপর দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতক প্রভাব খাটিয়ে অত্যাচার করে আসছেন। মুসা খানের বিরুদ্ধে জমি দখলের পায়তাড়া, শিক্ষা প্রতিষ্ঠান ভাংচুর ও পারিবারিক সদস্যদের উপর হামলার ন্যায় বিচার পান নাই। স্থানীয় থানা ও উপজেলা প্রশাসন ছাড়াও আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট একাধিকবার ঘুরেও কাজ হয়নি বরং তার পরিবার নিরাপত্তাহীন হয়ে সাংবাদিকদের স্মরণাপন্ন হয়েছেন।
অপরদিকে শৈলকুপা আওয়ামীলীগের জনপ্রিয় পৌর কাউন্সিল নিলুফা ইয়াসমিনের মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ সম্মেলনকে চ্যালেঞ্জ করে শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। শত শত নারী-পুরুষ রাজনৈতিক কর্মী সমর্থকেরা নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে ব্যানার, ফেসটুন, প্লাকার্ডসহ শ্লোগানে মুখরিত করেন শৈলকুপা বাজার। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা শহীদ মিনার পাদদেশে মানববন্ধন করেন।
বৃষ্টিভেজা প্রতিকুল আবহাওয়ায় ব্যাপক উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসিরুল ইসলাম খাঁন, সাবেক কাউন্সিলর খাইরুল ইসলাম মুকুল, বর্তমান কাউন্সিলর মোঃ মুসা খাঁন বক্তব্য রাখেন। স্বেচ্ছাসেবকলীগের অন্যতম সাবেক নেতা বাবু খাঁনের সঞ্চালনে মানববন্ধনে নিলুফা ইয়াসমিনকে অসভ্য আখ্যায়িত করে মিথ্যা অভিযোগ প্রত্যাহার, দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।
কাউন্সিলর মুসা খাঁন বলেন, আদালতে বিচারাধীন পাঠানপাড়া এলাকার জমাজমির মামলা নিয়ে নিলুফা ইয়াসমিন মিথ্যাচার করে বেড়াচ্ছে। নিলুফার উপর কোন রাজনৈতিক কিংবা পেশী শক্তির প্রভাব নেই যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন তাই আদালতের প্রতি সম্মান রেখে তিনি শান্তিপূর্ণ সমাধানের পথেই রয়েছেন।