য়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সহসভাপতি মরহুম রাকিবুল ইসলাম, জমিদাতা মরহুম গোলাম ছরোয়ার, শৈলকুপা পাবলিক হল লাইব্রেরির সাবেক সহসভাপতি মরহুম রেজাউল করিম ও সমিতির অন্যান্য মরহুম সদস্যদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শৈলকুপা ডায়াবেটিক হাসপাতালে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শৈলকুপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালুর সার্বিক সহযোগিতায় ও সহকারী কমিশনার (ভূমি) বনি আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. আব্দুল হাকিম আহমেদ, ঝিনাইদহ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. ইসমাইল হোসেন।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আব্দুল্লাহ আল মামুন, মেডিসিন বিশেষজ্ঞ কাওসার হামিদ, শারমিন সুলতানা (এলসিডিডিআরবি) ডা. ওবাইদুল্লাহ ইবনে রাকিব। দিনব্যাপী প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ঔষধ বিতরণ করা হয়। সেই সাথে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।