রয়েল আহমেদ , শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শেখ মেহেদী হাসান কে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার(২৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদের নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ’সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, সহকারী কমিশনার(ভ’মি) বনি আমিন, উপজেলার ২নং মির্জাপুর চেয়ারম্যান ফিরোজ আহমেদ, ৩নং দিগনগর চেয়ারম্যান জিল্লুর রহমান তপন, ৫নং কাঁচেরকোল চেয়ারম্যান এ্যাড. সালাহউদ্দীন জোয়ার্দার মামুন, ৬নং সারুটিয়া চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন, প্যানেল চেয়ারম্যান ওয়াজেদ আলী, ৭নং হাকিমপুর প্যানেল চেয়ারম্যান খেলাফত হোসেন, ৮নং ধলহরাচন্দ্র চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস, ৯নং মনোহরপুর চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, ১০নং বগুড়া চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, ১২নং নিত্যানন্দনপুর চেয়ারম্যান মফিজ উদ্দীন, ১৩নং উমেদপুর চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, ১৪নং দুধসর প্যানেল চেয়ারম্যান অনিল কুমার বিশ্বাস, ১৫নং দুধসর চেয়ারম্যান আউলাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, সাবেক সভাপতি স.ম রানাউজ্জামান বাদশা, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নওরোজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মিশন, সাধারন সম্পাদক মোঃ বাবু সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুভেচ্ছাকালীন সময়ে এক সংক্ষিপ্ত মতবিনিময়ের তিনি সবার সঙ্গে পরিচিত হন এবং সকলের সহযোগিতা কামনা করেন। নির্বাহী দপ্তর সুত্রে জানা যায়, তিনি কুষ্টিয়া ক্যালেক্টরেট সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৮ অক্টোবর(বুধবার) যোগদান করেন। এরপর ২৫ অক্টোবর(বুধবার) দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।