রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘দিবালোক’ এর ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার বিকেলে ঝিনাইদহের শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা দীরাজ মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন কবি ও গীতিকার বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল বিশ্বাস, শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক এস এম কোবাদ আলী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক রণক মুহম্মদ রফিক।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সহ-সভাপতি এম এম মাসুদুজ্জামান লিটন। এছাড়াও আরো বক্তব্য রাখেন শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির সাধারণ সম্পাদক স্বপন বাগচী।
আলোচনা সভা শেষে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ও খন্দকার আজিজ।