রয়েল আহমেদ, শৈলকুপা, (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপাতে কাফনের কাপড়ে জড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচ ঘটিকার দিকে উপজেলার শেখপাড়া কালী নদীর চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকাল থেকে কাফনের কাপড়ে জড়ানো একটি বস্তু দেখা যায়। তবে এটি মরদেহ কেউ বুঝতে পারেনি। বিকেলের দিকে কয়েকজন স্থানীয় লোকজন কাফনে জড়ানো বস্তুটি খুলে মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি সদ্য ভূমিষ্ট একটি মেয়ে শিশুর বলে জানা যায়।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটির দাফনের ব্যবস্থা করা হয়েছে।