মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের মহেন্দ্রনগর স্বেচ্ছাসেবক লীগের কর্মী জাহাঙ্গীর আলম কে উত্তেজিত বিএনপি নেতাকর্মী কুপিয়ে হত্যা করেছেন। এদিকে আদিতমারী উপজেলা আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষে উভয়পক্ষে পাঁচ জন নেতাকর্মী আহত হয়েছে এবং আদিতমারী বিএনপি ৫ কর্মী গ্রেফতারের খবর পাওয়া গেছে । ইতিমধ্যেই লালমনিরহাট জেলা বিএনপি দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা , আদিতমারীতে আহতদের মধ্যে হচ্ছে আওয়ামী লীগের কর্মী পলাশ আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি বর্তমান আওয়ামীলীগের উপজেলার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান শিমুল কে আহত করেছে ,হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে এসেছে । উক্ত বিষয়টি কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীগণ উত্তেজিত হয়ে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে চেয়ার ভাঙচুর করেন, এ সময় আদিতমারী থানা অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এদিকে সাপ্টিবাড়ী বাজারে একটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিএনপির নেতাকর্মীগণ । আদিতমারী থানা অফিসার ইনচার্জ এই প্রতিনিধি কে বলেন উভয় পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে ,যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রী এপিএস মিজানুর রহমান মিজান বলেন আমাদের শান্তিপূর্ণ সমাবেশ বিএনপির লোকজন আক্রমণ করেন এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে এতে সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীগণ উত্তেজিত হয়ে বিএনপিকে ধাওয়া করে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন ।