সুজন হোসেন রিফাত রাজৈর প্রতিনিধি মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলার পৌর এলাকার রাজৈর বাজারস্থ গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারের সামনের পাকা সড়ক থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা মাদারীপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিত্বে ৪০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি মোঃ রিয়াজ মাতুব্বর (২৬) কে গ্রেফতার করে। সে উপজেলার কোদালিয়া বাজিতপুর গ্রামের মোঃ সিরাজ মাতুব্বরের ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা ডিবি পুলিশের এসআই শরীফ আব্দুল রশিদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে রাজৈর উপজেলার পৌর এলাকার রাজৈর বাজারে গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারের সামনের পাকা সড়ক থেকে ইয়াবা কারবারি মোঃ রিয়াজ মাতুব্বরকে ৪০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এ ব্যাপারে রাজৈর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।