রাজৈর প্রতিনিধি: মাদারীপুর মাদারীপুরের রাজৈর উপজেলার ৩২ জন ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসুচির আওয়াতায় ভিক্ষুক পুর্নবাসনের লক্ষে উপকরণ এবং সহায়তা প্রদান করা হয়েছে।
(১১ অক্টোবর) বুধবার বিকেলে রাজৈর উপজেলা পরিষদের চত্বরে সহায়তা প্রদান অনুষ্ঠানে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো রেজাউল করিম শাহীন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, রাজৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম ফজলুল হক, সহকারী সমাজসেবা অফিসার গোলাম মাওলা, সাংবাদিক শাহাদাত হোসেন, সুজন হোসেন রিফাত, মহিউদ্দিন হিরাসহ প্রমূখ।
এসময় রাজৈর উপজেলার ৩২ জন ভিক্ষুকদের পুর্নবাসন করার জন্য সাতজনকে নগদ ২৩.৫০০ টাকা ও ২৫ জনকে একটি করে ছাগল ও নগদ ১৩৯০০ টাকা করে দেওয়া হয়।