সুজন হোসেন রিফাত রাজৈর প্রতিনিধি মাদারীপুর : বিরোধেপূর্ণ জমিতে মাটির কাটার দন্দে এক পক্ষের ছয়জন ও অপর পক্ষের আরোও পাচজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নয়াকান্দি কাশিমপুরে।
স্থানীয় ও ভুক্তভোগীরা জানায়, বাড়ির জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো নসু ফরাজী ও বাদশা শেখ এর মধ্যে।
এ বিরোধের জেরে (২৪ নভেম্বর) শুক্রবার দুপুর তিনটায় নয়াকান্দি কাশিমপুর গ্রামের শাজাহান ফরাজীর বাড়িতে হামলায় চালায় নসু ফরাজীর লোকেরা।
এসময় বাদশা শেখ এর পক্ষের মহিলাসহ ছয়জন আহত হয়। এদের মধ্যে হাফিজুল শেখ (৩৮), ইলিয়াস শেখ (৩৩),শিল্পী বেগম(৩৫),নাছিমা বেগম( ৪০),কাকলি বেগম(২৬) ও মর্জিনা বেগম( ৬৫) আহত হয়, এসময় অপর পক্ষ নসু শেখ এরও পাচজন আহত হয় তারা হলেন রাকিব ফরাজী( ৩৮), আসিব ফরাজী( ১৮), আয়শা আক্তার( ১৯) ও শামসুল হক (৫৯) আহত হয়। বর্তমানে এরা সবাই রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন বলেন, ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।