সুজন হোসেন রিফাত রাজৈর প্রতিনিধি মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টা রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের আচমত আলী খান অডিটোরিয়ামে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এসময় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল , মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মীর আবদুল কাইউম, সহকারী কমিশনার ভুমি খাদিজা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাহবুব হোসেন, বদরপাশা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হাওলাদার, ইশিবপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ মোল্লা, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান শাজাহান মোল্লা, জেলা ছাত্রলীগ সদস্য সুজন হোসেন রিফাতসহ প্রমূখ।