প্রখ্যাত অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. আতিউর রহমানের লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বই প্রকাশিত হল কলকাতায়। বইটির নাম ‘টুওয়ার্ডস গোল্ডেন বেঙ্গল, থটস অফ টেগোর অ্যান্ড বঙ্গবন্ধু অন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’। বইটি প্রকাশ করেছে জার্নিম্যান।
সোমবার কলকাতা প্রেস ক্লাবে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রেস শাখার প্রথম সচিব রঞ্জন সেন, শিক্ষাবিদ ড. পবিত্র সরকার, টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপার্সন মানসী রায়চৌধুরী এবং কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর।
এই বইটিতে যেমন উঠে এসেছে শিক্ষা, পরিবেশ এবং শিল্প ও সংস্কৃতির বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা, তেমন এসেছে বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর চ্যালেঞ্জ, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে তাঁর চিন্তাধারা, নারীর ক্ষমতায়নের প্রতি তাঁর অদম্য সমর্থন।