যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অন্তত দুই জন নিহত হয়েছেন এবং আরও পাঁচ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের কাছে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। একটি হাই-স্কুলে গ্রাজুয়েশন অনুষ্ঠান শেষ হওয়ার পর হামলাকারী নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এ খবর দিয়েছে ফক্স নিউজ।খবরে জানানো হয়, বিকাল ৫টা ১৩ মিনিটে মোনরো পার্কের মধ্যে এই গুলি শুরু হয়। নিহতদের মধ্যে একজনের বয়স ১৮ বছর। তিনি এদিনই তার গ্রাজুয়েশন শেষ করেছিলেন। আরেক নিহতের বয়স ৩৬ বছর। উভয়েই পুরুষ। তবে তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, হামলাকারী নিহতদের একজনকে চিনতো। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন দুই জন।এছাড়া ৯ জনকে মানসিক দুশ্চিন্তা মুক্ত করতে কাউন্সিলিং সুবিধা দেয়া হচ্ছে। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, তার বয়স ১৯ বছর। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার থেকে একাধিক পিস্তল উদ্ধার করেছে পুলিশ। তবে ভিক্টিম ও হামলাকারীর কোনো বিস্তারিত বর্ণনা প্রকাশ করা হয়নি।