সুজন হোসেন রিফাত মাদারীাপুর প্রতিনিধি : মাদারীপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরে ১১৯ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। (২২ জুন) বৃহস্পতিবার সকালে পৌরসভার হলরুমে এই বাজেটের ঘোষণা করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।
পৌরসভার ১৪৮তম বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১শ’ ১৯ কোটি ৫৭ লক্ষ ২১ হাজার ৯শ’ একান্ন টাকা। ব্যয় দেখানো হয় ১শ’ ১৬ কোটি ৫৯ লক্ষ ৬৯ হাজার ৮শ’ ৬৪ টাকা। আর উদ্বৃত্ত রাখা হয়েছে ২ কোটি ৯৭ লক্ষ ৫২ হাজার ৮৭ টাকা। যা গত অর্থবছরে এই বাজেটের পরিমান ছিল ৯৩ কোটি ৫৮ লক্ষ ৫৪ হাজার ২শ’ ৪১ টাকা। নান্দনিক পৌরসভা গড়ার লক্ষ্যে এবারের বাজেটে বনায়ন, ময়লা আবর্জনার ডাম্পিং জোন নির্ধারণ, শহরের জলাবদ্ধতা নিরশন, সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যখাতেও উন্নয়ন ধরা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি ইয়াকুব খান শিশির, পৌরসভার সচিব খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস, কাউন্সিলরসহ সমাজের বিভিন্নস্থরের মানুষ।