সুজন হোসেন রিফাত,মাদারীপুর প্রতিনিধি: জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে আগামী ১৫ ই অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা বিনামুল্যে প্রদানের ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন মাদারীপুরের সিভিল সার্জন ডাঃ মুনীর হোসেন খান।
বৃহস্পতিবার (১২অক্টোবর) সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এসব কথা জানান সিভিল সার্জন।
সিভিল সার্জন ,ডাঃ মুনীর হোসেন খান বলেন, নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর অন্যতম কারণ জরায়ুমুখ ক্যান্সার এতে আক্রান্তের হার বিশ্বে চতুর্থ সর্বোচ্চ এবং দেশে দ্বিতীয় সর্বোচ্চ।
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ১ ডোজ টিকা প্রদান করলে এই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব হবে।এ জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের এই এইচপিভি টিকা দেয়া শুরু করবো।
এসময় প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাঃ ফরিদ হোসেন মিয়া ও ডব্লিউ এইচ ও ডাঃ তারিফুল ইসলাম।