মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু ঃ মাদারীপুর জেলার সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন এর সিকিনওহাটা গ্রামে অটোরাইস মিল কর্মকর্তা মোঃ নাসির মাতুব্বর এর লিখিত অভিযোগ থেকে পাওয়া গেছে, আবুকালাম মাতুব্বর বিরুদ্ধে জোরপূর্বক গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। মাদারীপুর জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন চৌধুরী র সংগে আলাপ করে জানা গেছে, পূর্ব শএুতার জের ধরে আবুকালাম মাতুব্বর এঘটনা ঘটিয়েছে।
স্হানীয় অটো রাইসমিল কর্মকর্তা মোঃ নাসির মাতুব্বর ন্যায় বিচার চেয়ে এ অভিযোগ দাযের করেন। স্হানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন খান ও স্থানীয় মেম্বার মোঃ এয়াকুব আলী মুন্সি সহ একাধিক সালিশগনেরা বিষয়টি মিমাংসা করে দেওয়া সত্বেও আবুকালাম মাতুব্বর তা মানেননি। এ ব্যাপারে ক্ষতিগ্রস্হ নাসির মাতুব্বর ও তার পরিবারের সদস্যরা ন্যায় বিচার দাবি করেছেন।