মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু ঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট পূর্ব স্বরমঙ্গল গ্রামের মাদকাসক্ত ইয়াবা ব্যবসায়ি হরকাতুল জিহাদের সদস্য মোঃ মিনহাজুল আবেদিন মাতুব্বর নেশার টাকা না-পেয়ে আপন চাচা কে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পুর্বশত্রুতারজের ধরে পারিবারিক কোন্দলের কারণে ভাইস্তা কর্তৃক চাচা কে প্রথমে দরজার হাক দিয়ে ডান হাতের কব্জি ভেঙে ফেলে এবং রড দিয়ে বাম হাতে আঘাত করলে বাম হাতে আঘাত করলে বাম হাতে তিন যায়গায় হাড় ভেঙে যায়। চাচা মাহবুব মাতুব্বর একজন মুদি দোকানদার। এ ব্যাপারে মাহবুব মাতুব্বর এর ছেলে মোঃ মইন রহমান মাতুব্বর বাদি হয়ে রাজৈর থানায় মামলা দায়ের করেন। যার নং ১৭ তাং ২১/০৯/ ২০২৩ইং। এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলোমগির হোসেন বলেন , আমরা অভিযোগ পেয়েছি এবং বিধি মোতাবেক ব্যবস্হা গ্রহণ করবো।