অলোক রায় স্টাফ রিপোর্টার: মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের ঝামা বাজার ও ভবানীপুর গ্রামের মাঝামাঝি আসামির বসৎ বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ২৫০ গ্রাম গাঁজা সহ সোহেল মোল্লা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। আটক সোহেল মোল্লা ঝামা গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়,বুধবার বিকালে থানার এস আই মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ এস আই মো.আমরুজ্জামান , এ এস আই মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাদক গাঁজা বিক্রয়ের সংবাদ জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে অবৈধ গাজা উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করে মহম্মদপুর থানা পুলিশ। এবিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উল ইসলাম জানান ! আটক আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে । এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।