অলোক রায় স্টাফ রিপোর্টার: মাগুরা মহম্মদপুরে১৫ ই আগস্ট শোকাবহ আগস্টের মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে, সোমবার বিকেলে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহম্মদপুর সদরের রওশন মার্কেটের সামনে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আশরাফুজ্জামান হিসাম প্রধান উপদেষ্টা জেলা আওয়ামী মৎস্যজীবী লাীগ ও যুগ্ম সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগ মাগুরা।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী। উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ইউনুচ আলীর সভাপতি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা
আ: হাই মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন রব্বানী,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ তরিকুল ইসলাম তারা,জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি
মো: দাউদ জোয়ার্দ্দার,সাধারণ সম্পাদক মো: সজল মোল্লা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান ,
প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ঈদুল শেখ,দীঘা ইউনিয়ন আওয়ামী লীগের,ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর সাদিক , বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সাজিদুর রহমান সংগ্রাম , পলাশবাডীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান,পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী , জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল কবির সুরুজ,উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক শারমিন আক্তার রুপালী, নারী নেত্রী সৈয়েদা শিউলী ফারুক প্রমূখ বক্তব্য রাখেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো: শামীম আশরাফ শাওন। সন্ধ্যায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।