স্টাফ রিপোর্টার মাগুরা: মাগুরার মহম্মদপুরে শিক্ষা প্রতিষ্ঠানের সংলগ্ন আরব ব্রীকস নামের একটি ইটভাটা অপসারণের দাবীত মানববন্ধন করেছেন
বড়রিয়া গোপালপুর গরীব হোসেন বারি মিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার
শিক্ষক, শিক্ষার্থী,মাদ্রাসা পরিচালনা কমিটি ও এলাকাবাসী। শনিবার দুপুরে গোপালপুর গরীব হোসেন বারী মিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সামনের সড়কে প্রায় ঘণ্টাব্যাপী ব্যানার নিয়ে ইটভাটা অপসারণ এবং ভাটা মালিক কে আটক ও শাস্তির দাবী করে প্লেকার্ড ধরে দাঁড়িয়ে এ মানববন্ধন করেন এলাকাবাসী,
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ড. মো. শাহীন আজাদ,অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, মো. গোলাম হোসেন সাবেক প্রধান শিক্ষক, রবিউল ইসলাম, মনিরুল ইসলাম,শাহজাহান সরদার ,শহীদ মাতব্বর ,ফারুক হোসেন দাতা সদস্য, প্রমূখ। মানববন্ধনে বক্তারা জানান, ১৯৮৪ সালে বড়রিয়া গোপালপুর গরিব হোসেন বারী মিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার বেশ কিছু বছর পর থেকে মাদ্রাসার সংলগ্ন আরব ব্রীকস নামের এ ইটভাটাটি তৈরী করেন এবং ইটভাটার মালিক মোঃ মেজবাহুল ইসলাম।
ইটভাটার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে, ইটভাটার ধোয়া এবং যানবাহনের শব্দ পরিবেশের যেমন ক্ষতি করছে।তেমনি শ্রেণি কক্ষে পাঠদান ও শিক্ষার ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়েছে কোমলমতি শিশুরা। মাদ্রাসার পাশে গড়ে উঠেছে এ অবৈধ ইটভাটা এটি অপসারণের দাবীতে মানববন্ধন করে ভুক্তভোগীরা ।
মানববন্ধন শেষে মাগুরা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি দপ্তরে স্মারকলিপি পাঠানো হবে বলে জানান মানববন্ধনের আয়োজক গন।