অলোক রায় স্টাফ রিপোর্টার: মাগুরা মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ – তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার নানা আয়োজনে এ অনুষ্ঠানটি পালিত হয় , শুরুতেই বীর মুক্তিযোদ্ধার শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জীবনী নিয়ে আলোচনা সভা, স্মৃতিচারণ অনুষ্ঠান যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক গাছের চারা রোপন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ও রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রব এর সঞ্চালনায় উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. বোরহান উল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জাফর সাদিক, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৈয়েবুর রহমান তুরাপ, বীর মুক্তিযোদ্ধা মো. তিলাম হোসেন,বালিদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান,অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রব।