অলোক রায় স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় মাগুরার মহম্মদপুরেও স্বাস্থ্য সেবার মান এগিয়ে নিতে চালু হলো বৈকালিক স্বাস্থ্যসেবা। মঙ্গলবার দুপুরে একযোগে ১৩২ টিস্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতল) বৈকালিক স্বাস্থ্য সেবা ২য় পর্যায় এর, ভার্চুয়ালী শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক (এমপি)।
এ বিষয়ে উপজেলা মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুরে স্বাস্থ্য মন্ত্রীর সাথে ভার্চুয়ালী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, থানা অফিসার ইনচার্জ অসিত কুমার রায়,পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই, সমাজ সেবক জিয়াউল হক বাচ্চু, স্বাস্থ্য ও পরিবার অন্যান্য মেডিকেল অফিসার ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সুত্র জানাই,সপ্তাহে ৬ দিন বৈকালিক সেবা পাবে উপজেলাবাসী। চলবে বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত। যেখানে চিকিৎসকরা পাবেন সরকারি হাসপাতালে বসে প্রাক্টিসের সুযোগ এবং রোগীরাও পাবেন স্বল্পমুল্যে সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা সেবা। সপ্তাহের ২ দিন রোগী দেখবেন প্রফেসর, ২ দিন দেখবেন জুনিয়র কনসালটেন্ট এবং বাকি ২ দিন রোগী দেখবেন মেডিকেল অফিসার।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকসেদুল মোমিন বলেন, উন্নত মানের স্বাস্থ্যসেবা জনগনের দার প্রান্তে পৌছে দিতেই এ উদ্যোগ গ্রহন করা হয়েছে।