অলোক রায় স্টাফ রিপোর্টার: মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার মহম্মদপুর ভেটেরিনারি হাসপাতালে প্রাঙ্গণে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে প্রথমে ফিতা কেটে প্রাণী প্রদর্শনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এমপি ড. শ্রী বীরেন শিকদার। অনুষ্ঠান চলাকালী সময়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড.শ্রী বীরেন শিকদার সংসদ সদস্য মাগুরা-২।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.আবু আব্দুল্লাহেল কাফী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান,জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ নাজনীন রব্বানী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ সুব্রত সেন বিশ্বাস উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন।এসময় নানা শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।