বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বোয়ালমারীতে নানা আয়োজনে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর
Update : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ৯:৪৫ পূর্বাহ্ন

সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের বোয়ালমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বোয়ালমারী উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে শনিবার (১১.১১.২৩) বিকেলে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, আনন্দ র‌্যালী, উন্নয়ন শোভাযাত্রা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। এর আগে সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পম্যাল্য অপর্ণ করা হয়।
উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হান্নান মোল্যার নেতৃত্বে একটি বিশাল আনন্দ র‌্যালী ও উন্নয়ন শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। আনন্দ র‌্যালী ও উন্নয়ন শোভাযাত্রায় র‌্যালীতে হাজারো যুব নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হান্নান মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহবায়ক আহাদুল করিম আহাদ, উপজেলা যুবলীগের সদস্য সৈয়দ গালিবুর রহমান তানিন, নিখিল সাহা, মো. রন্জু আহমেদ, মো. ইলিয়াস হোসেন, মো. ফারুক মোল্যা, মো. কায়েস দেওয়ান, মহিউদ্দিন মাহি, রাজিব খান সজিব, মো. বেলায়েত বারী, ঘোষপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বোরহান উদ্দিন, শেখর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মুকুল মোল্যা, বোয়ালমারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, যুবলীগ নেতা মো. রবিউল ইসলাম রুপমসহ ইউনিয়ন যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদকগণ।
এ সময় উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হান্নান মোল্যা বলেন, আসন্ন জাতীয় পরিষদ নির্বাচনকে ঘিরে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি জামায়াত বিভিন্ন অপতৎপরতা শুরু করেছে। হরতাল, অবরোধ দিয়ে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে অগ্নি সন্ত্রাসের সৃষ্টি করছে। এসব অপশক্তি রুখে দিতে স্থানীয় যুবলীগকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সকল অরাজকতা রুখে দিয়ে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহবান জানান তিনি।
উল্লেখ্য, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host