এন এস বি ডেস্ক: বিদ্যুৎ সরবরাহ বাবদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আদানি গ্রুপের বকেয়া ৮০০ মিলিয়ন বা ৮০ কোটি ডলারের প্রাথমিক ছাড়পত্রের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি চিঠি দিয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। বিদ্যুৎ বিক্রি বাবদ যে পাওনা হয়, তা নিয়মিত ভিত্তিতে পরিশোধের জন্যও অনুরোধ জানিয়েছেন গৌতম আদানি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আট থেকে ৯ মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বাবদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আদানির ৮০ কোটি ডলার পাওনা হয়েছে।