সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বিভিন্নভাবে দেশে অস্ত্র, গোলা বারুদের রসদ জুগিয়ে বিএনপি-জামায়াত কিলিং এজেন্ট নিয়োগ করছে,দেশে তারা ( বিএনপি- জামাত)মানুষ হত্যার ষড়যন্ত্র করছে।’ ২ অক্টোবার) সোমবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি-জামায়াত যদি আমাদের একটি মানুষকেও আঘাতের চেষ্টা করে, তাহলে আমরা বেঁচে থাকতে কোনোদিনও তা হতে দেব না। আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করব।যুক্তরাষ্ট্রকে উদ্দেশে করে নাছিম বলেন, ‘আমাদের স্যাংশনের ভয় দেখিয়ে লাভ নেই, ১৯৭১ সালে সপ্তম নৌবহর পাঠিয়েও ভয় দেখানো হয়েছিল, আমরা বীরের জাতি, ১৯৭১ সালেও আমরা তাদের ভয় করি নাই, এখনো ভয় করি না। এ সময় তিনি মাদারীপুর-২ আসনের দলীয় নেতা–কর্মীদের আশা আকাঙ্ক্ষার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলেও প্রতিশ্রুতি দেন।রাজৈর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সেকান্দার আলী শেখের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমির উদ্দিন খান প্রমুখ।