ফকিরহাট প্রতিনিধি: বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি বাগেরহাট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা শুক্রবার (৮ই সেপ্টেম্বর) বিকেল ৩টায় ষাটগুম্বজ মাজারাস্থ গণবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির সভাপতি চন্দ্র শেখর বসু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির সভাপতি মোতাহার হোসেন খান, প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রিয় কার্য-নির্বাহী পরিষদের মহা-সচিব আসাদুজ্জামান। জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন যথাক্রমে কার্যকরী সভাপতি মোঃ আবুল হোসেন, প্রধান উপদেষ্টা মোঃ ফারুক খান, সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি মোঃ কামিনুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মোঃ উজ্জ্বল মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ সফদার আলী প্রমুখ। এর আগে কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দরা ষাটগুম্বজ মসজিদ এবং পীর খানজাহান আলী মাজার জিয়ারাত ও পরিদর্শন করেন।