এনএসবি ডেস্ক: চলতি বছরের ১২ মার্চ পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৫.২৯ বিলিয়ন ডলারে। মঙ্গলবার (১২ মার্চ) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক।তিনি বলেন, রিজার্ভ সামান্য বেড়েছে। বর্তামানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.২৯৯ বিলিয়ন ডলার।এর আগে গত ১১ মার্চ মেজবাউলক হক জানিয়েছিলেন, ফেব্রুয়ারি মাসে আকুর বিল পরিশোধের পর রোববার (১০ মার্চ) পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে মোট রিজার্ভ দাঁড়ায় ২৫ দশমিক ২৩ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ দাঁড়ায় ২০ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার।রমজান ও সামনে ঈদুল ফিতর থাকায় ফেব্রুয়ারির চেয়ে বেশি রেমিট্যান্স মার্চে আসার সম্ভাবনা রয়েছে। এতে রিজার্ভে গতি আসবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। সংবাদ সম্মেলনে মেজবাউল হক আরও জানান, ডিসেম্বর পর্যন্ত দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলো নিজেরা মার্জারের সিদ্ধান্ত নিতে পারবে। দরকার হলে মার্চের পর বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে। আমানতকারীদের সুরক্ষা দেয়া হবে।