পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, আরো বক্তব্য রাখেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, ফরিদপুর জেলা পরিষদের মহিলা সদস্য জেসমিন নাহার আলপনা, মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, মধুখালী পৌরসভার মহিলা কাউন্সিলর নাজমা বেগম, মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির শেখ,বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান খান,জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইলিয়াস হোসাইন,ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম সহ মধুখালী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের মহিলা কাউন্সিলর, মেম্বার সহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণ।
আলোচনা সভায় বক্তারা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর বিবাহ পরবর্তি ও ১৯৭১ সালের ভূমিকা, আগামী নির্বাচনে আওয়ামী লীগ কে পুনরায় নির্বাচিত করে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে মাহমুদা বেগম কৃক কে ফরিদপুর- ১আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সকল প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পুর্ন অনুষ্ঠানটি পরিচালনা করেন মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাধা রানি ভৌমিক।